advertisement
আপনি দেখছেন

রাজধানী ঢাকায় একটি ভবনের নিচ তলায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার গুলশান-২ নম্বরে অবস্থিত ইম্পেরিয়াল ফাইন্যান্সিয়াল সেন্টার নামক ১৪ তলা ভবনে এ ঘটনা ঘটে।

dhaka explosion under groundরাজধানীতে বিস্ফোরণে একজনের মৃত্যু, ছবি- সংগৃহীত

জানা গেছে, আজ দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বহুতল ওই ভবনটিতে এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় রয়েছে সেখানে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রিমা খানম।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে কীভাবে বা কীসে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

sheikh mujib 2020