ট্রাক ও নছিমনের (আলমসাধু) সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাক-নছিমনের সংঘর্ষে ৭ জনের প্রাণহানি, ফাইল ছবি
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
রুবেল নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্ঘটনায় অন্তত ছয়জন মারা গেছেন এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন।