স্বাভাবিকের চেয়ে বেশি দামে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার নাম করে নতুন লুটপাটে মেতে উঠেছে আওয়ামী লীগ- গতকাল এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অন্ধ সমালোচনার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। তাদের অভিধানে প্রশংসা বলে কিছু নেই।
ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে আমরা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। বিশ্বের বহু উন্নত দেশের যখন যাচ্ছেতাই অবস্থা তখন আমাদের দেশে কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এতেই বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে। করোনার শুরু থেকেই তারা বিভিন্ন অপপ্রচার করে আসছে, এবার শুরু করেছে করোনার টিকা নিয়ে।
সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে আমরা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। বিশ্বের বহু উন্নত দেশের যখন যাচ্ছেতাই অবস্থা তখন আমাদের দেশে কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এতেই বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে। করোনার শুরু থেকেই তারা বিভিন্ন অপপ্রচার করে আসছে, এবার শুরু করেছে করোনার টিকা নিয়ে।