রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের আরও দশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সালাহ উদ্দিনের মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা। ওসি সালাহ উদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছিলো বলে জানা গেছে।
হলি আর্টিজান বেকারিতে অতত ২০ জন বিদেশিকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌছালে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
ইতোমধ্যে ওই এলাকা থেকে লাইভ টিভি সম্প্রচার না করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন পর্যন্ত ঘটনাস্থলে থেমে থেমে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময় চলছে বলে জানা গেছে।
রাত ১১টার দিকেও বেকারি থেকে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।