গুলশানের হলি আর্টিসান বেকারি থেকে অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর যৌথ বাহিনী শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেকারির আর্জেন্টাইন নাগরিক শেফ ডিয়াগো ও বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সেনাবাহিনী, নৌ বাহিনী, সিআইডি, পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী মিলিয়ে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাত নয়টায় কয়েকজন যুবক গুলশানের হলি আর্টিসান বেকারিতে ঢুকে অন্তত ২০ জন বিদেশিকে জিম্মি করে। ওই সময় সন্ত্রাসীরা বোমা ও গুলি ছোড়ে। এই ঘটনায় সন্ত্রাসীদের বোমা ও গুলিতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশ থেকে পনেরজন।
এর মধ্যে একবার সন্ত্রাসীদের সাথে কথা বলার জন্য পুলিশের একটি দল একটি হ্যান্ডমাইক নিয়ে রেস্টুরেন্টের দিকে আগায়। কিন্তু তাঁরা কাছাকাছি যাওয়ার পর তাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং কর্মকর্তা আহত হন।