ঢাকার গুলশানে হলি আর্টিসান বেকারিতে জিম্মি সঙ্কট শেষ হয়েছে। একটু আগে যৌথ বাহিনী রেস্টুরেন্ট ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে।
এই মুহূর্তে ভবনের কোথাও বিস্ফোরক রয়েছে কিনা তা তল্লাশী করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে ব্যস্ত আছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সন্ত্রাসী হামলার প্রায় ১২ ঘণ্টা পর যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে জিম্মী সংকটের অবসান ঘটলো। শেষ অভিযানে সেনাবাহিনী, নৌ বাহিনী, সিআইডি, পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী মিলিয়ে যৌথ বাহিনীর একটি দল অংশগ্রহণ করে।
পুরো ব্যাপারটি নিয়ে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ব্রিফিং করবে বলে জানিয়েছে।