গুলশানের জিম্মি সঙ্কট নিরসনে যৌথ বাহিনীর অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং তাদের একজন ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক উদ্বোধন করতে গিয়ে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি।
কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে।
রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে অপারেশন শুরু করেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।