গুলশানে হলি আর্টিসান বেকারিতে জিম্মি সঙ্কটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন ইতালীয় নাগরিক নিখোঁজ আছেন বলে জানিয়েছে স্টুডিও টেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থাপক ফারুক আলম জানান, তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন ইতালীয় নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা গতকাল রাতে হলি আর্টিসান রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।
নিখোঁজ ছয়জনের নাম বিন চ্যান জো, মারাকা, মারিয়া, নাদিয়া বেন ডেপ্তি, আদি ও সিমনি বলে জানান ফারুক আলম।
তিনি বলেন, গত কয়েকদিন আগে তাঁরা বাংলাদেশে এসেছেন। এই কয়দিন তাঁরা হলি আর্টিসান রেস্টুরেন্টেই খেতে আসতেন। গতকাল রাতেও ওই ছয়জন এখানে খেতে এসেছিলেন। তাদের দুই গাড়ির চালক শরিক ও ভিনছং জানায়, রেস্টুরেন্টে হামলা হওয়ার পর তারা দুজন সেখান থেকে পালিয়ে আসেন।
এরপর থেকে ওই ছয়জনের সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ফারুক আলম।