কিছুক্ষণের মধ্যেই, বাংলাদেশ সময় রাত পৌনে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল আলম খোকন। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব। প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি চ্যানেলগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি দেখাতে পারে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিলও এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া নজিরবিহীন জিম্মি- সংকট নিয়ে ভাষণ দিবেন শেখ হাসিনা।