বনানীস্থ আর্মি স্টেডিয়ামে গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। এর আগে নিহতদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আর্মি স্টেডিয়ামে এনে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ঢেকে অনুষ্ঠানের মূল মঞ্চে রাখা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপনের পর একে একে ভারতের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবার, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবার ও অন্যান্যরা শ্রদ্ধা জানান।
সবার শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।