যথারীতি এবারও দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ময়দানে। দেশের প্রায় প্রতিটি অঞ্চল থেকেই এখানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে আসেন। সোলাকিয়া ময়দানে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ঈদের দিন দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালুর করার কথা জানানো হয়েছে।
এ প্রসঙ্গে রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন ব্যবস্থা চালু করার পরিবকল্পণ হাতে নিয়েছি আমরা। এতে করে মুসল্লিদের যাতায়াতে কোন ভোগান্তিতে পড়তে হবে না।
বাংলাদেশ রেলওয়ের বরাতে জানা গেছে, ঈদের দিন সকাল ৬টায় ভৈরববাজার থেকে সোলাকিয়া এক্সপ্রেস ট্রেন ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। আর ঈদের নামাজ শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে। শুধু ঈদের দিনের জন্যই এ সার্ভিসটি চালু থাকবে।
সোলাকিয়ার মুসল্লিদের জন্য যাত্রাপথে ট্রেন দুটি সকল স্টেশনেই থামবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।