advertisement
আপনি দেখছেন

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায়। এতে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

bus truck collision

আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজ নামের বাসটি কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় উত্তরবঙ্গগামী এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে-মুচড়ে পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৪ জন, অন্য একজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে।

নিহতদের ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। বাকি ৩ জন হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান।

sheikh mujib 2020