কুমিল্লার মুরাদনগরে জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করে পুলিশ।
মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আটককৃতদের প্রত্যেকের বয়স ২০-২২ বছর। তাদের সবার পরিচয় পাওয়া গেছে।
আটককৃতরা হলেন, মুরাদনগরের কামাল্লা ইউনিয়নের আলিডিং গ্রামের মোহাম্মদ আব্দুল কাহার। তার পিতার নাম শহিদুল ইসলাম। একই গ্রামের আব্দুল মোমেন। তার পিতার নাম হাসান মোল্লা। অন্যজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের মোহাম্মদ ওমর ফারুক। তার পিতার নাম হারুন-অর-রশিদ।
মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ডি-এহসান একাডেমিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অনেকে পালিয়ে গেলেও এই তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।