নানা উপায়ে সিকিমের মতো বাংলাদেশকেও ভারত হজম করতে চাইছে বলে দাবী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। তবে দেশে দেশপ্রেমিক সেনাবাহিনী থাকায় ভারতের এ ইচ্ছা কোন দিনই পূরণ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ রাজধানীতে এক সভায় গুলশান হামলায় জঙ্গি দমনে পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেন তিনি। পাশাপাশি কমান্ডো অভিযান চালিয়ে ঘটনার সফল সমাপ্তির জন্য সেনাবাহিনীর প্রশংসার করে মন্তব্য করেন এ নেতা।
সভায় হান্নান শাহ বলেন, 'ক্ষমতাসীন সরকার হয়তো ভাবছেন ভারতের ছায়ায় থেকে রাষ্ট্রক্ষমতায় থাকবেন। কিন্তু না, এটা কখনই হবে না। এমনটি ভাবলে সরকার ভুল পথে এগোচ্ছেন। সিকিমের মতো বাংলাদেশকে ভারত কখনই হজম করার শক্তি রাখে না। কারণ এ দেশে দেশ প্রেমিক বিশাল এক সেনাবাহিনী আছে।'
প্রসঙ্গত, দক্ষিন এশিয়ার একটি আলাদা স্বাধীন রাষ্ট্র ছিলো সিকিম। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের এক পর্যায়ে ১৯৭৫ সালে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় দেশটি। এখন পর্যন্ত ভারতের অঙ্গরাজ্য হিসেবেই রয়েছে সিকিম।