চলমান কাজ যথাসময়ে শেষ করতে আগামী কোরবানির ঈদ পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সকল ধরনের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এ সময়ের মধ্যে উক্ত মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ছুটি নিয়ে বিদেশসহ কোথাও যাওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সচিবালয়ে ঈদুল ফিতর পরবর্তী মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সভাশেষে গণমাধ্যমকর্মীদের কাছেও বিষয়টি নিয়ে ব্রিফিং দেন তিনি।
ব্রিফিং-এ ওবায়দুল কাদের বলেন, 'আজ থেকে আগামী কোরবানীর ঈদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ছুটি নিতে পারবে না। আমি কাউকে বিদেশ যেতে দেবো না। দেশে অনেক কাজ পড়ে আছে। সেই কাজগুলো আগে শেষ করতে হবে। জনসাধারণের দুর্ভোগ নিয়ে আগে ভাবতে হবে।'
এছাড়া গত এক বছরে একদিনও ছুটি নেননি জানিয়ে মন্ত্রী বলেন, 'আমি মেট্রোরেলের কাজের জন্য জাইকার সঙ্গে বৈঠক করতে জাপান গিয়েছিলাম। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ঠিকাদারের সঙ্গে আলোচনা করতে ব্যাংককে গিয়েছিলাম। আর গিয়েছিলাম ম্যানিলায় আমাদের উন্নয়ন অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি করতে। দেশের উন্নয়নের স্বার্থেই বিদেশ গিয়েছি। কোন ছুটি কাটাতে বা ঘুরতে দেশের বাইরে যাইনি। আমিও ছুটি নেবো না। আপনাদের পাশেই থাকবো। আমি কাজের পার্সেন্টিজ চাইনা, কাজ চাই।'