এ মাসের দুই তারিখে (দুই জুলাই ২০১৬) গুলশানের হলি আর্টজানে হামলায় সাতজন জাপানি নাগরিক প্রাণ হারান। তারা বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে প্রকল্পের কাজে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকার বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তদারকি করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন ওবায়াদুল কাদের। তিনি বলেন, ‘জাপানি যারা মারা গেছেন, তারা মেট্রোরেল- ৬ প্রকল্পের বিশেষজ্ঞ নন, বরং তারা মেট্রোরেল ১ ও ৫ প্রকল্পের বিশেষজ্ঞ ছিলেন। তাদের মৃত্যুতে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না।’
মন্ত্রী জানান, মেট্রোরেল ১ ও ৫-এর প্রধান কর্মকর্তা আর্টিজান হামলায় বেঁচে যান। তিনি বর্তমানে টোকিওতে অবস্থান করছেন। সুস্থ হলে আবার কাজে ফিরবেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘মেট্রোরেল, ফোর/এইট লেন সড়ক, এলিভিটেড হাইওয়ে; কিছুই বাংলাদেশের যানজট দূর করতে পারবে না, যদি মানসিকতা বদলানো না যায়। দুর্ঘটনা রোধে মানসিকতা পরিবর্তন করা দরকার।’
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই এই কার্যক্রম চলবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরলে সারা দেশেই শৃঙ্খলা ফিরে আসবে।’