প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন বিশিষ্ট এই রাজনীতিবিদ।
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না জানান, গতকাল (৩১ মার্চ) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। আজ রিপোর্ট পজিটিভ আসে। তবে আমি শরীরে কোনো সমস্যা অনুভব করছি না। কোনো উপসর্গও নেই। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
এদিকে দেশে করোনার বাড়বাড়ন্ত অবস্থা অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হিসেবে ৬ হাজার ৪৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ের মধ্যে মারা গেছেন ৫৯ জন।