চলতি মাসের শুরু থেকেই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলছে অর্ধেক আসন খালি রেখে। তাতে স্বাভাবিকভাবেই রাজধানী ঢাকার হাজার হাজার কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে গিয়ে গত কয়েকদিন গণপরিবহনের সঙ্কটে জেরবার অবস্থা রাজধানীবাসীর। পরিস্থিতি সামাল দিতে ৬০টি দ্বিতল বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ৪ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলবে বাসগুলো।
হঠাৎ করে এতগুলো বাস কীভাবে জোগাড় করা হবে, এমন প্রশ্নে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, করোনার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ আছে। ফলে অনেক দ্বিতল বাস ডিপোতে অলস পড়ে আছে। সেই বাসগুলোই কাজে লাগানো হবে।
এদিকে আজ শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৮৩০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন। এ সময় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫।