advertisement
আপনি দেখছেন

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

shamsuzzaman khan bangla academyবাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুজ্জামান খান।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ শাখার কর্মকর্তা কবি পিয়াস মজিদ।

তিনি জানান, আজ (বুধবার) দুপুর ২টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

bangla academyবাংলা একাডেমির লোগো

জানা যায়, গত ৮ এপ্রিল বিশিষ্ট ফোকলোরবিদ শামসুজ্জামান খানের করোনা শনাক্ত হয়। এর পর থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সোমবার তার শারীরিক অবস্থায় অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এদিকে, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের স্ত্রীও ভাইরাসটিতে সংক্রমিত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।