advertisement
আপনি দেখছেন

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান শেষে আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় তাকে সমাহিত করা হয়। এর আগে বনানী কবরস্থানেই বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

sarah begum kabari

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে টানা ১২ দিন লড়াই করে অবশেষে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা সিনেমার অত্যন্ত গুণী অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ১৫ এপ্রিল থেকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জানা যায়, গত ৫ এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ আসলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটে। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না পাওয়ায় ৮ এপ্রিল রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের স্থানান্তর করা হয়।

সারাহ বেগম কবরীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে। দেশের চলচ্চিত্র অঙ্গনে সবার প্রিয়মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনা করেছেন।