advertisement
আপনি দেখছেন

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি।

amanullah amanবিএনপি নেতা আমান উল্লাহ আমান, ফাইল ছবি

জানা যায়, করোনা পরীক্ষার জন্য গতকাল শুক্রবার নমুনা দেন তিনি। আজ শনিবার রিপোর্ট পেয়ে জানতে পারেন তিনি কোভিড-১৯ পজিটিভ। এর পরই সতর্কতা হিসেবে আমান উল্লাহ আমান স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সোবহান স্বপন জানান, বর্তমানে সুস্থ আছেন আমান উল্লাহ আমান। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।

তিনি আরো জানান, তার পরও গতকাল শুক্রবার করোনার নমুনা পরীক্ষা করাতে দেন আমান উল্লাহ আমান। আজ শনিবার তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এর পর দুপুরে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

coronaকরোনাভাইরাসের প্রতীকী ছবি

আব্দুস সোবহান স্বপন বলেন, আমান উল্লাহ আমানের পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ। সবাই ভালো আছেন। বিএনপি নেতা আমানের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।