advertisement
আপনি দেখছেন

করোনাকালে বাড়তি আতঙ্ক হয়ে দাঁড়ায় হাসপাতালে শয্যা খালি না থাকার বিষয়টি। সংক্রমণের তুঙ্গে থাকা ভারতে দুজন করোনা রোগীকে একই বেডে চিকিৎসা দেওয়ার দৃশ্যও দেখা গেছে। তবে সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো।

health ministry

দেশের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে এই মুহূর্তে ৮ হাজার ৮৭৩টি সাধারণ শয্যা এবং ৫৬৫টি আইসিইউ শয্যা খালি আছে।

গতকাল রোববার (২ মে) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, দেশে একদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে, অন্যদিকে গত কয়েকদিনে বহু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৮ বিভাগ মিলিয়ে এই মুহূর্তে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে সাধারণ শয্যা রয়েছে ১২ হাজার ৩৪৭টি। আইসিইউ বেড রয়েছে ১ হাজার ৯২টি। এর মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল শয্যা আছে ৫ হাজার ৬২৬। এর মধ্যে খালি আছে ৩ হাজার ৭৯৯টি। এছাড়া ৭৭৩ আইসিইউ বেডের মধ্যে খালি আছে ৪২০টি।