advertisement
আপনি দেখছেন

ঈদ করার জন্য যারা গ্রামে গিয়েছেন, লকডাউন শেষ হলে তারা যেন ঢাকায় ফেরে। এ অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

fazle nur taposh

ডিএসসিসি মেয়র বলেন, যারা নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামে গিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষ হলে তাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি। যেহেতু এখনো লকডাউন চলছে, তাই এ অবস্থায় ঝুঁকি নিয়ে ঢাকায় ফেরার কোনো অর্থ নেই।

ব্যরিস্টার তাপস বলেন, করোনাকালের ঈদ উদযাপন করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে আপাতত ঘরেই ঈদ করুন।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।