advertisement
আপনি দেখছেন

রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে দেশটিতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সফরে দেশটিতে ৭ দিন অবস্থান করবন তিনি। তার সফরসঙ্গী হয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম। রাশিয়ায় অবস্থানকালে দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি।

nurul huda cecসিইসি কে এম নূরুল হুদা, ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দেশে ফিরবেন কে এম নূরুল হুদা।

জানা গেছে, রাশিয়া সফরকালে সিইসি রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে ৭ দিন অবস্থান করবেন। রাশিয়ার স্টেট দুমা নির্বাচনেও যন্ত্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। যদিও সেটা বাংলাদেশের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মতো নয়। বরং সেটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম বা অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন।

ec bhaban agaragoanনির্বাচন কমিশন ভবন, ফাইল ছবি

নির্বাচন কমিশন, ইসি, সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরে আসবেন। সিইসির সফর সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে গত ১৯ আগস্ট পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

চিঠি থেকে জানা যায়, তাতে বলা হয়েছে— এটি একটি সরকারি সফর। এ সময় তারা দেশীয় মুদ্রায় সব ভাতা পাবেন। রাশিয়ার নির্বাচন কমিশন থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন প্লেন ভাড়া বহন করবে।