advertisement
আপনি দেখছেন

সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে আতঙ্কিত কিংবা হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নতুন করে গঠিত বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক, এমডি, অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। পাশাপাশি আশার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজ মঙ্গলবার, ২৬ আক্টোবর, এ কথা বলেন তিনি।

mahbub kabir and evaly logoএমডি মাহবুব কবীর মিলন ও ইভ্যালির লোগো

ইভ্যালিকে টিকিয়ে রেখে গ্রাহক ও অন্যান্য পক্ষের স্বার্থ রক্ষায় সম্প্রতি হাইকোর্টের নির্দেশনায় নতুন বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের প্রথম সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে ওই স্ট্যাটাস দেন তিনি। বৈঠকে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহবুব কবীর মিলন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, দেখবেন, শুনবেন, জানবেন, কিন্তু আতঙ্কিত বা হতাশ হবেন না। বিশ্বাস বা আস্থা রাখুন, অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন। কষ্ট যা হবে, সেটা আমার হবে। হয়তো সেটা তিন গুণ বেড়ে যাবে, এই যা। তবে যাই হোক, বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম কিংবা ম্যানিপুলেশন থাকবে না। একটু সময় দিন এবং অপেক্ষা করুন।