advertisement
আপনি দেখছেন

বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

chandpur bus cng clashবিআরটিসি বাস-সিএনজি সংঘর্ষে ৩ শিক্ষার্থীর প্রাণহানি

নিহত শিক্ষার্থীরা হলেন— কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪), মাহবুব আলম (২৪) এবং চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী সাদ্দাম হোসেন (২৩)। আহতরা হলেন— ইব্রাহিম (২৪) এবং অটোরিকশার চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় আজ সকাল ৭টার দিকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঊর্মি মজুমদার। বাকি দুই জনের মৃত্যু হয় কুমিল্লায় নেওয়ার পথে। অপরদিকে, আহত দুই জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় বিআরটিসির বাসটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। তিন জনের মরদেহ কচুয়া থানায় নিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।