advertisement
আপনি দেখছেন

বেশ শক্তিশালী এক ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ পুরো দেশ কেঁপে উঠেছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

earthquake newভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টারের মতে, মিয়ানমার-ভারত সীমান্ত থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। চট্টগ্রাম থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, বান্দরবান, জামালপুর, খুলনা, বরিশাল ও রাজশাহীতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, একই সময়ে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়।