advertisement
আপনি পড়ছেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নাসিক, নির্বাচনে মেয়র পদে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ শুক্রবার, ৩ ডিসেম্বর, দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

selina hayat iveeসেলিনা হায়াৎ আইভী, ফাইল ছবি

শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ৪ জন দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

অন্যরা হলেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।