দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। তাছাড়া ভাইরাসটিতে পার্শ্ববর্তী দেশ ভারতের টালমাটাল পরিস্থিতিও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ৪ দফা সুপারিশ করেছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। সুপারিশগুলো হলো-
চার দফা সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি
প্রথমত
সকল প্রকার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় সভা-সমাবেশ বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আবারও কঠোর হতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
দ্বিতীয়ত
শিক্ষার্থীদের সবাইকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি কার্যকর করতে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে এ সংক্রান্ত কমিটি গঠন করতে হবে।
তৃতীয়ত
কোয়ারেন্টাইন ও আইসোলেশন জোরদার করতে হবে। দেশের সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং ব্যবস্থা আরও কঠোরভাবে কার্যকর করতে হবে।
চতুর্থত
এখনই হাসপাতালগুলোকে প্রস্তুত করতে হবে। পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যার ব্যবস্থা করে রাখতে হবে। যথাসময়ে যেন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায়, সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।