দেশে পুরোদমে চলছে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম। সরকার একের পর বিভিন্ন দেশ-কোম্পানির কাছ থেকে টিকা আমদানি করছে। এসব টিকা আনতে কেমন খরচ হচ্ছে, তা জানাতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগেও একবার টিকা কেনার খরচ জানানোর প্রশ্নে ‘উত্তর দিতে পারবেন না’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আজ বুধবার (২৬ জানুয়ারি) মহান জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রীর কাছে টিকা কেনার খরচ জানতে চেয়েছেন জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ। জবাবে ‘উত্তর জানানো সমীচীন হবে না’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে টিকা কেনা হয়েছে, তাই দাম বলা সম্ভব নয়।
এর আগেও সংসদে এই একই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ। সে সময়ও প্রশ্নটি এড়িয়ে গেছেন মন্ত্রী জাহিদ মালেক। তবে তিনি এটুকু নিশ্চিত করেছেন, সততা ও স্বচ্ছতার সাথে করোনাভাইরাসের টিকা কেনা হয়েছে। যে দামে কেনা হয়েছে, সেটাও প্রতিযোগিতামূলক।