প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কয়েকটি মৃদু উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার নমুনা জমা দেন তিনি। পরদিন বুধবার তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন বিষয়টি কাউকে জানাননি মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম
আজ সোমবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের পিএস মাহমুদ ইবনে কাশেম। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এভাবে যতটুকু সম্ভব, দাপ্তরিক কাজও করছেন তিনি।
মাহমুদ ইবনে কাশেম বলেন, মন্ত্রিপরিষদ সচিব সুস্থ আছেন। সামান্য উপসর্গ ছাড়া তার শরীরে বড় কোনো জটিলতা নেই। তাই বাসায় বসেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। খন্দকার আনোয়ারুল ইসলামের পরিবারের অন্য কেউ ভাইরাসটিতে আক্রান্ত নন।