রাজধানীতে রাত ৮টার পর দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সড়কে যানজট নিরসনসহ সার্বিক শৃঙ্খলার জন্য এটি খুবই জরুরি। শিগগিরই আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। ব্যবসায়ীদেরকে এ ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
আজ সোমবার (১৬ মে) ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, রাত ৮টার পর দোকার বন্ধ করার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারলে নানামূখী সুবিধা পাওয়া যাবে। এমনকি এতে পারিবারিক বন্ধনও দৃঢ় হবে।
তার কথার ব্যাখ্যা দিকে গিয়ে মেয়র তাপস বলেন, এখন দেখা যায় অনেক ব্যবসায়ী মধ্যরাত পর্যন্ত তার প্রতিষ্ঠান খুলে রাখেন। বাড়ি ফিরতে দেরি করায় স্ত্রী-সন্তানদের সময় দিতে পারেন না। অন্যদিকে রাত ৮টায় দোকান বন্ধ করলে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। এদিকে সিটি করপোরেশনও এই সময়ের মধ্যে বেশ কিছু কাজ করতে পারবে।