স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আমরা অনেক উন্নত দেশের চেয়েও ভালো পারফর্ম করেছি। আমাদের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নত দেশ। আমেরিকা হয়তো অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু ভ্যাকসিন কার্যক্রমে আমরা তাদেরকেও ছাড়িয়ে গেছি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
গতকাল বুধবার (১৮ মে) রাতে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত ‘খালের সৌন্দর্যবর্ধন প্রকল্প’ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলার পক্ষে নই, আমরা উন্নয়নে বিশ্বাসী।
মন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনেশনে আমরা যে আমেরিকার চেয়ে এগিয়ে আছি, এটা শুধু আমাদের দাবি নয়, সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। জাতি হিসেবে এটা আমাদের জন্য অনেক গর্বের। অথচ রাজপথে যারা সরকারকে নানা হুমকি দিয়ে বেড়ান, তারা এসব অর্জন-উন্নয়ন চোখে দেখেন না।