advertisement
আপনি পড়ছেন

২০২১ সালের শেষদিকে দেশে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের কভারেজ ৯৮ দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৮ কোটি। ২০১৮ সালে এ সংখ্যা ছিল মাত্র চার কোটি। এসব তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

mostafa jabbar 3ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

আজ বৃহস্পতিবার ১৯ মে, সিঙ্গাপুরে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ইনোভেশন কংগ্রেস-২০২২ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনদিনের এ সম্মেলন আজই শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি অ্যান্ড প্র্যাকটিস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থান করেন মোস্তাফা জব্বার।

২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা ঘোষিত হওয়ার পর থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত কীভাবে দ্রুত বিকাশ লাভ করেছে তা উঠে এসেছে মন্ত্রীর উপস্থাপনায়।

সাশ্রয়ী মূল্যে দেশের জনসাধারণকে ইন্টারনেট পরিষেবা প্রদানের সক্ষমতা অর্জনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে করোনাকালীন সময়েও বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে।

এ সম্মেলনে বাংলাদেশ থেকে আরো অংশগ্রহণ করেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।