বর্তমান নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি বিএনপি। কমিশন গঠনের পর এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দলটির সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন। আজ শুক্রবার (২০ মে) সকালে সিইসির এ সংক্রান্ত বক্তব্যের পর বিকেলেই বিএনপির পক্ষ থেকে বলা হলো- ইসির সঙ্গেও কোনো সংলাপে যাবে না বিএনপি।
কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল
সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানে বিএনপিসহ অন্যান্য সব রাজনৈতিক দল অংশ নেবে। কীভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া যায়, দলগুলোর কাছ থেকে আমরা সেটা শুনবো।
সিইসির এমন বক্তব্যের পর বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক ফোকাস অন্যদিকে ঘুরিয়ে নিতেই বিএনপিকে সংলাপে ডাকার কথা বলা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যমান সিস্টেমে সংলাপে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্দলীয় সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে, শুধু সেটা নিয়ে আলোচনা হতে পারে।