advertisement
আপনি পড়ছেন

জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সরকারি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। আজ শনিবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

gov emplyee salaryসরকারি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. ছালজার হোসেন। তিনি বলেন, সবশেষ জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়েছে ২০১৫ সালে। এরপর অতিবাহিত হয়েছে ৭ বছর। এই সময়ের মধ্যে বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সবকিছুর দাম বেড়েছে। বেড়েছে চিকিৎসা ব্যয়। এছাড়া যে কোনো পণ্যের দামের ঊর্ধ্বগতি তো আছেই।

ছালজার হোসেন আরও বলেন, স্বাভাবিকভাবেই বড় ধরনের সংকটে আছে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা। তাদের পক্ষে পরিবার নিয়ে জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন বেতন স্কেল ঘোষণা করা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত সেটা ঘোষণা করা না হচ্ছে, সেই অন্তবর্তী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি।