advertisement
আপনি পড়ছেন

করোনা মহামারি কাটিয়ে মানুষ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এর মধ্যেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের হাওয়া লেগেছে দেশের বাজারেও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো এই মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কথা হচ্ছে।

fbcci press conferenceএফবিসিসিআই-এর সংবাদ সম্মেলন

এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, এফবিসিসিআই। আজ শনিবার (২১ মে) রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হবে আত্মঘাতী। এর পরিণাম ভয়াবহ হতে বাধ্য।

এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এমনিতেই পণ্যের দাম আকাশছোঁয়া। তারওপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে। কারখানা থাকবে, কিন্তু সেখানে কোনো উৎপাদন থাকবে না। বাধ্য হয়ে মালিকরা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখবেন। এতে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।