advertisement
আপনি পড়ছেন

টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন পাবনা জেলার সুজানগর উপজেলার ৫৭ শিশু-কিশোর। এজন্য পুরস্কার হিসেবে তাদের হাতে একটি করে সাইকেল তুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ মে) উপজেলা পৌর কমিউনিটি সেন্টারে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

namaz jamat sujanagarসাইকেল পেল ৫৭ কিশোর

জানা গেছে, গত দেড় মাস আগে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেয় সুজানগর পৌরসভার বিভিন্ন এলাকার ৬৩ জন শিশু-কিশোর। শর্ত অনুযায়ী টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছে ৫৭ জন। প্রতিশ্রুতি অনুযায়ী তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহীদ ডা. এ কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে। সার্বিক সহযোগিতায় ছিল এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড। দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ভবিষ্যতে এমন উদ্যোগ চালু রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিশুদের অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।