advertisement
আপনি পড়ছেন

করোনার সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে। এতে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই করোনা প্রতিরোধী বুস্টার তথা তৃতীয় ডোজ টিকা নিতে পারবেন। শর্ত হলো দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস অতিবাহিত হতে হবে।

corona vaccine 1টিকা গ্রহণ

আজ মঙ্গলবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে একযোগে এই বুস্টার ডোজ সপ্তাহ পালিত হবে। তাই নিকটবর্তী টিকাকেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে। টিকা নিতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুস্টার গ্রহণ করতে হলে আগের দুটি টিকা দেওয়ার কার্ড সঙ্গে রাখতে হবে। বুস্টারের পাশাপাশি কেন্দ্রগুলোতে করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলবে। যথারীতি সকাল ৯টায় শুরু হবে টিকা কার্যক্রম। টিকা থাকা সাপেক্ষে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। অনেক সময় দুপুর ২টার দিকেই টিকা শেষ হয়ে যায়।