advertisement
আপনি পড়ছেন

মাহেন্দ্রক্ষণ উপস্থিত। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে হাজির হয়েছেন লাখো মানুষ। শারীরিকভাবে অসুস্থ হলেও হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি পদ্মা সেতু পারাপারে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার আবেদন জানিয়েছেন।

dr zafrullah chowdhury 1ডা. জাফরুল্লাহ চৌধুরী

আজ শনিবার সকালে লুঙ্গি পরে মাওয়া প্রান্তে হাজির হন ডা. জাফরুল্লাহ। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আজকে আমাদের বড় একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে চাই। দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে অবশ্যই ভালো কাজের প্রশংসা করতে হবে।

এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার পাশাপাশি বিদেশিদের জন্য ডাবল টোলের নিয়ম করা উচিত। আশাকরি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে। আজকের এই দিনে এখানে খালেদা জিয়া উপস্থিত থাকলে ভালো হতো। দেশের উন্নয়নে আমরা কোনো বিভাজন চাই না। উন্নয়নের ক্ষেত্রে সবাই এক না হতে পারলে দেশ পিছিয়ে পড়বে।