advertisement
আপনি পড়ছেন

স্বপ্নের পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে হাতে নিয়ে টিকটক ভিডিও করে ভাইরাল হওয়া সেই  যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

bayojid tiktokবায়েজিদ তালহা

আটকৃতের নাম বায়েজিদ তালহা। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তদন্ত করা হচ্ছে।

সিআইডি জানায়, বায়েজিদ পদ্মা সেতুর ওপরে দাঁড়িয়ে ২টি লাট খুলে হাতে নিয়ে টিকটক ভিডিও বানায়। এরপর সেটি তার নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করে। বিষয়টি নিয়ে নিয়ে সমালোচনা শুরু হলে তিনি তার প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলেন।

পরে তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে শান্তিনগরের বাসা থেকে আটক করে সিআইডি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বায়োজিদ সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলে নেন। এরপর নাট হাতে নিয়ে বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের... পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।'