আপনি পড়ছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম সিরাজুল ইসলাম খান শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

proffesor sirajul islam khanজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম সিরাজুল ইসলাম খান

সিরাজুল ইসলামের মৃত্যুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সিরাজুল ইসলাম জবির প্রথম উপাচার্য হিসেবে ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৬ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের মাঠে অনুষ্ঠিত তার জানাজায় জবি উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। ইউএনবি।