আপনি পড়ছেন

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে মোট বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

primary education minister zakir

তিনি বলেন, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ৮২ হাজার ৪২২ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুল প্রাপ্তদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণদের ২২৫ টাকা করে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করার ক্ষেত্রে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা ও থানার কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে। আর সাধারণ কোটার ক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ডভিত্তিক হিসেব করা হয়েছে।

বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা কার্যালয় থেকে পাওয়া যাবে বলে জানান তিনি।