আপনি পড়ছেন

নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী দশম শেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

education minister dipu moni

শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নতুন কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা) থাকবে না।

তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়িত হলে নোট বই, গাইড বই আর বাজারে চলবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেয়া যাবে না।

এগুলো বন্ধে সারাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, মিডিয়াসহ সবাইকে এটি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। আইন প্রণীত হলে এ নিয়ে আর কোনো সংশয় থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।