আপনি পড়ছেন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়িয়েছে সরকার। তার সঙ্গে মিল রেখে এবার সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

education ministry logo

আজ শুক্রবার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন।

তিনি বলেন, সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে নির্দেশনার প্রয়োজন নেই। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

তবে এ ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে জানিয়ে শিক্ষা সচিব বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু। যদি এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ঈদ পর্যন্ত ছুটির মেয়াদ বাড়তে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৭ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।