আপনি পড়ছেন

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে এনে কম সময়ে তা শেষ করার পরিকল্পনা করছে সরকার। আজ শনিবার এক ভার্চুয়াল সেমিনারে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

dipu moni education ministerশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) আয়োজিত ওই সেমিনারে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পর পরীক্ষা নেয়া হবে। এই ১৫ দিনের মধ্যে তাদের নোটিশ দিয়ে প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার নেয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে। আগেও বলেছি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেয়া যাবে। তবে এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ শিক্ষার্থীরা তো তাদের সিলেবাস আগেই সম্পন্ন করেছে।

hsc alim exam

এক্ষেত্রে আমরা কম সময়ে করতে পারি কি না, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কি না, সেগুলো নিয়েও ভাবছি। কারণ এত লাখ লাখ পরিবার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক- সবাইকে তো আর ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না, যোগ করেন মন্ত্রী।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ইরাব সভাপতি মোসতাক আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর হোসেন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম।