আপনি পড়ছেন

মুক্তিযোদ্ধা কোটায় একাদশ শ্রেণিতে ভর্তির পর এর স্বপক্ষে প্রমাণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানিয়েছে।

addmission 2019একাদশে ভর্তি

আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা যাচাই করতে হবে। বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকেও একই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ministry of freedom logoমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, চাকরিতে নিয়োগ, পিআরএল এবং ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে (www.molwa.gov.bd) থাকা তালিকা যাচাই করেই তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় কলেজে শিক্ষার্থী ভর্তি করার পর এর স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।