আপনি পড়ছেন

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিনগণ। আজ রোববার অনুষ্ঠিত ঢাবি ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

dhaka university logo newঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিষয়টি নিশ্চিত করে ঢাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্নি বিষয় নিয়ে ডিনস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন অনুষদের ডিনগণ আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তিনি আরো জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু দিন পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটি যদি চূড়ান্ত হয়, তাহলে স্নাতক প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরিবর্তে শিক্ষার্থীরা যে যে বিভাগে পড়াশুনা করেছেন, সেই বিভাগে ভর্তি পরীক্ষা দিবে। তারপর ফলাফলের ওপর ভিত্তি করে বিভাগ পরিবর্তন করতে পারবে।