আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের অন্তত ২০টি পরিবার করোনায় আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এসব পরিবারের ৫০ জনের বেশি সদস্য সংক্রমিত হয়েছেন।

du logoঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা জানান, আক্রান্তদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই জন এবং উপাচার্যের অফিসের এক কর্মকর্তার পরিবারও রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কার মধ্যেই হঠাৎ করে ঢাবিতে প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকসহ তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। যোগাযোগ বৈকল্য বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই জন শিক্ষক আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া ঢাবির প্রশাসনিক দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পরিবহন ম্যানেজার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রারও রয়েছেন।

corona bd maskমাস্ক ব্যবহার

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, গত এক সপ্তাহে করোনা রোগী বাড়ায় সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।