আপনি পড়ছেন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ju student dengueডেঙ্গু জ্বরে জাবি শিক্ষার্থী রণজিৎ দাস চৌহানের মৃত্যু

রণজিৎ দাস চৌহান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তিনি জাবির শহীদ রফিক জব্বার হলে থাকতেন। তার বাড়ি কুমিল্লায়।

জাবির সাংস্কৃতিক সংগঠন সিনে সোসাইটির সাধারণ সম্পাদকও ছিলেন রণজিত। তার বন্ধু সাইফুল ইসলাম পরশ পরিবারের বরাত দিয়ে জানান, গত শনিবার থেকে সে জ্বরে ভুগছিল।

গতকাল রোববার তাকে কুমিল্লার স্থানীয় টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে পাঠান। রাত ১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাত্র ৪০ মিনিটের ব্যবধানে সেখানে তার মৃত্যু হয়।